Search This Blog

Saturday, November 14, 2020

জীবন গঠনমূলক ৪০ হাদীস

 

ছোটদের জীবন গঠন মূলক চল্লিশ হাদীস


প্রিয় কিশোর-কিশোরী! তোমরা কুরআন হাদীসের আদেশ-নিষেধের উপর ছোটকাল থেকে চলবে, এর মধ্যে সকলের জন্য অনেক কল্যাণ রয়েছে

দেখো! প্রিয় রাসূলের হাদীস (বাণী) সমূহ কতই না প্রিয়

এক. আল্লাহর নিকট সবচেয়ে বেশী সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশী আল্লাহভীরু

দুই. সর্বদা সত্য কথা বলো, যদিও তা তিতা লাগে

তিন. আমলের ভিত্তি নিয়তের উপর

চার. ভাল কাজের উৎসাহ দেওয়া নিজে ভাল /সৎ কাজ করার সমতূল্য

পাঁচ. খারাপ কাজের উৎসাহ দেওয়া খারাপ কাজ করার সমতূল্য

ছয়. মাযলূম (অত্যাচারিত) ব্যক্তির বদ দুআ/অভিশাপ হতে বেঁচে থাক

সাত. মেহমানদারী/অতিথি আপ্যায়নের দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়

আট. যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না

নয়. দ্বিমুখী লোক আল্লাহর নিকট সম্মানিত হয় না

দশ. মানুষের সাথে ভাল ব্যবহার করো

এগার. পাকস্থলী রোগের ঘর (কেন্দ্র) এবং সংযম সকল ঔষধের মূল

বার. আমাকে এজন্য পাঠানো হয়েছে যে, উত্তম চরিত্রকে চূড়ান্ত পর্যায় পর্য্ন্ত পৌঁছাব

তের. নিজের মধ্যে অন্যকে মাফ/ক্ষমা করার গুণ অরজন কর।

চৌদ্দ. তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে

পনের. যে ব্যক্তি আল্লাহ কিয়ামত দিবসের প্রতি দৃঢ়বিশ্বাস রাখে সে যেন নিজের মেহমানের  সম্মান করে, নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং কথা বললে যেন ভাল কথা বলে; না হয় চুপ থাকে

ষোল. আল্লাহর রাাস্তায় জিহাদ করা ঋণ ব্যতিত সকল পাপকে মিটিয়ে দেয়

সতের. ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে () একথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ সা: আল্লাহর প্রিয় বান্দা রাসূল ()  নামাজ প্রতিষ্ঠা করা, () যাকাত দেওয়া, () কাবা ঘরে হজ্জ করা, () রমাজানের রোজা রাখা

আঠার. আমার উম্মতের সকল লোক জান্নাতে প্রবেশ করবে ব্যক্তি ব্যতিত যে আমার আনীত বিধানকে অস্বীকার করে

উনিশ. আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম যতদিন তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন কখনও পথভ্রুষ্ট হবে না  একটি হচ্ছে আল্লাহর কিতাব (কুরাান মাজীদ) এবং অপরটি হচ্ছে তাঁর রাসূলের সুন্নাত বা জীবনাদর্শ্

বিশ. যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্যও পছন্দ করো এবং যা নিজের জন্য অপছন্দ করো তা অন্যের জন্যও অপছন্দ করো

একুশ. জান্নাতের চাবি নামাজ এবং নামাজের চাবি পবিত্রতা/অযু

বাইশ. মিসওয়াক করার দ্বারা মুখ পরিস্কার-পরিচ্ছন্ন থাকে এবং আল্লাহ তাআলাও দ্বারা খুশি হন

তেইশ. নিজেকে পেশাবের ছিটে ফোটা থেকে পবিত্র রাখো কেননা কবরের মধ্যে অধিকাংশ শাস্তি কারণে হবে

চৌব্বিশ. ক্ষুধার্তকে খানা খাওয়াও অসুস্থ ব্যক্তির খোঁজখবর লও এবং নিরাপরাধ বন্দী ব্যক্তিকে মুক্তি দাও

পঁচিশ. রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর জীবন্ত প্রাণীর ছবি থাকে

ছাব্বিশ. পরস্পর বেশী বেশী সালাম আদান প্রদান করো

সাতাইশ. মুসলমানকে গালি গালাজ করা পাপ এবং তাকে/মুসলমানকে হত্যা করা কুফরী

আঠাইশ. চোগলখোর/দোষচর্চাকারী বেহেশতে প্রবেশ করবে না

উনত্রিশ. মুসলমানের ইসলামের সৌন্দর্য্ হচ্ছে অনর্থ্ক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা

ত্রিশ. তোমরা ব্যক্তির সাথে জড়িত থাক যে তোমাদের থেকে পৃথক থাকে  এবং তোমরা ব্যক্তিকে ক্ষমা করে দাও যে তোমাদের প্রতি অত্যাচার করে

একত্রিশ. নামাজের প্রতি নিজের অধীনস্তদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে

বত্রিশ. আমার সাহাবীগণ আকাশের তারকার মত তাদের মধ্যে যার অনুসরণ করবে হেদায়েতের উপর থাকবে

তেত্রিশ. মহিলারা আড়ালে থাকার জিনিস যখন বাইরে বের হয় তখন শয়তান তার দিকে উঁকি মারতে থাকে

চৌত্রিশ. আমার পরে আর কোন নবী আসবে না আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী

পঁয়ত্রিয়. প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয

ছত্রিশ. কুরআন মাজীদ প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা কর এবং অপরদেরকে শিখাও কেননা অতি সত্তর আমার রূহ বের করা হবে

সাইত্রিশ. এমন কোন কাজের অনুসরণ করা বৈধ নয় যা দ্বারা আল্লাহ তাআলার নাফরমানী/বেয়দবী হয় অনুসরণ তো কেবল মুবাহ ভাল কাজের মধ্যে হয়ে থাকে

আটত্রিশ. সর্বদা মদপানকারী ব্যক্তি মৃত্যুর পর আল্লাহর নিকট এভাবে দাঁড়াবে যে রকম মূর্তিপূজারী

উনচল্লিশ. সবচেয়ে বড় জিহাদ ব্যক্তির জিহাদ যে অত্যাচারী বাদশাহর সামনে সত্য কথা প্রকাশ করে

চল্লিশ. আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ কামনা করেন  তাকে দ্বীনের জ্ঞান (বুঝ)দান করেন

একচল্লিশ. সৎকাজের আদেশ কর এবং অবুঝ/নির্বোধ লোকদের সাথে জড়িত হয়ো না

[ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন]